বছরের শুরুতেই নতুন নিয়ম চালু হতে চলেছে বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরে। জানা গেছে, এবার থেকে বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে ঢুকতে গেলে দর্শনার্থীদের পরতে হবে নির্দিষ্ট পোশাক। গতকাল কাশী-বিশ্বনাথ মন্দিরের অছি পরিষদের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুরুষ ও মহিলা- উভয়ের জন্যই এই পোশাকবিধি কার্যকর হবে। পুরুষদের ক্ষেত্রে ট্র্যাডিশনাল ধুতি ও কুর্তা এবং মহিলাদের শাড়ি পরে ঢুকতে হবে মন্দিরে।
আজ সকালে কাশী-বিশ্বনাথ মন্দির পরিষদ জানিয়েছে, প্যান্ট-শার্ট বা জিনস-টপ পরে কেউ যদি মন্দিরে ঢোকেন, তাঁদের নির্দিষ্ট জায়গার পর আর এগোতে দেওয়া হবে না। গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না তাঁরা। গর্ভগৃহে ঢুকতে গেলে নতুন পোশাকবিধি মানতে হবে। তবে কবে থেকে এই বিধি কার্যকর হবে তার নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করেনি মন্দির কর্তৃপক্ষ।
তবে জানানো হয়েছে, শিগগির এই নিয়ম কার্যকর হবে। এমনিতে দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে পোশাক বিধি রয়েছে। নির্দিষ্ট পোশাক পরে তবেই ঢোকা যায় মন্দিরে। এবার তা চালু হচ্ছে উত্তরপ্রদেশের কাশী-বিশ্বনাথ মন্দিরেও। তবে এই নতুন নিয়ম নিয়ে ক্ষুব্ধ অনেকেই। তাঁদের মতে, এই নিয়ম ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।