নদীয়ার একটি জনসভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, যারা সম্পত্তি নষ্ট করছে তাদের কুকুরের মতো গুলি করে মারা উচিত, যেভাবে উত্তরপ্রদেশ-আসাম মেরেছে। মেদিনীপুরের সাংসদের এই মন্তব্যের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। সরাসরি বলে দিলেন, ‘দিলীপদা দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলেছেন।’ ফলে ফের একবার বাবুল-দিলীপ কাজিয়া প্রকাশ্যে চলে এল।
সিএএ বিরোধিতার এই উত্তেজক আবহে দিলীপের এমন মন্তব্যে স্বভাবতই মুখ পুড়িয়েছে বিজেপির। এবার পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দিলীপের মন্তব্যে চরম অসন্তুষ্ট বাবুল জানান, ‘দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তার সঙ্গে বিজেপির কোনও সংযোগ নেই। এটা সম্পূর্ণ তাঁর মনগড়া কথা। উত্তরপ্রদেশ, আসামের সরকার কোনওভাবেই, কোনওকারণেই মানুষের ওপর গুলি চালায়নি। দিলীপ ঘোষ একজন সাংসদ হিসেবে দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন।’
দিলীপের মন্তব্যের বিরোধিতা করে বাবুল সুপ্রিয় যতই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করুন, মানুষ যে এর ফলে বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে যাচ্ছে সেটা স্পষ্ট। আর বারংবার এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে শিরোনামে আসছেন দিলীপ ঘোষ, যেটা বঙ্গ বিজেপি বা শীর্ষ বিজেপি নেতৃত্বের জন্য ভাল হচ্ছে না, তাও বুঝতে পারছে গেরুয়া শিবির।