২০১৮-১৯ সালে বোর্ডের বর্ষসেরা ক্রিকেটার হয়ে পলি উম্রিগর পুরস্কার পেলেন বুমরাহ। তার জয়ের মুকুটে আরেকটা নতুন পালক যুক্ত হল। তাঁর ট্রফি ক্যাবিনেটে যুক্ত হল আরও একটি ট্রফি। আর অন্যদিকে ২৬ বছরের ফাস্ট বোলারের সঙ্গে মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার হলেন পুনম যাদব।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। যে কৃতিত্ব এশিয়ার কোনও বোলারের এত দিন ছিল না। সেই সঙ্গে একটি টেস্ট হ্যাটট্রিকও রয়েছে। শুধু তাই নয় বেশ কিছু দিন ধরে ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় টিমের এক নম্বর পেসার বুমরাহ। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এবং, তার পরই ক্রিকেটের সব ফর্ম্যাটে নিজের দক্ষতা প্রমাণ করেন বুমরাহ।