দেশের মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে আরও দুর্দশায় ফেলার ইঙ্গিত দিল আন্তর্জাতিক বিপণন কোম্পানি ওয়ালমার্ট। বিশ্বের বৃহত্তম বিপণন কোম্পানিটি ভারত থেকে তাদের ব্যবসা গুটিয়ে ফেলার পরিকল্পনা করছে। ভারতে আর কোনও দোকান খুলবে না তারা। যে দোকানগুলি খোলা হয়েছে সেগুলিও বেচে দেওয়া হবে। অথবা মিশিয়ে দেওয়া হবে ফ্লিপকার্টের সঙ্গে। ইতিমধ্যে ওই সংস্থা প্রথম সারির এক্সিকিউটিভদের এক তৃতীয়াংশকে ছাঁটাই করেছে।
ওয়ালমার্টের ভারতীয় শাখার প্রেসিডেন্ট এবং সিইও কৃষ আইয়ার একথা জানিয়েছেন। দেশের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি ব্যবসায়ী এবং বিপণন সংস্থাগুলিকে রক্ষা করতে বিদেশি বহুজাতিক সংস্থাগুলির উপর চাপানো সরকারের কড়া নিয়ন্ত্রণবিধিই এই পদক্ষেপের মূলে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আইয়ার। প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই ৫৬ জন এক্সিকিউটিভ পদের কর্মীকে ছাঁটাই করেছে ওয়ালমার্ট। তাঁদের মধ্যে কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় পদের ৮ জন কর্মীও আছেন। ভারতে আর নতুন কোনও বিপণি খোলা থামিয়ে দিয়েছে ওয়ালমার্ট। কৃষি–ব্যবসা, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং নির্মাণশিল্পের নতুন দোকান তৈরির জন্য জায়গা দেখার কাজে নিযুক্ত দলগুলিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
আরাকানসাসের বেন্টোভিলের কোম্পানি ওয়ালমার্ট জানিয়েছে তারা আপাতত ভারতে ব্যবসা চালিয়ে যাওয়ায় কোনও লাভ দেখছে না। সেজন্য হয় ভারতের দোকানগুলি তারা অন্য কোম্পানিকে বিক্রি করে দেবে অথবা তাদেরই ই–কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের সঙ্গে মিশে গিয়ে অনলাইনে ব্যবসা চালাবে। ২০১৮ সালে ১৬ বিলিয়ন মার্কিন ডলারে ফ্লিপকার্টকে কিনেছিল ওয়ালমার্ট। একেই ধুঁকছে অর্থনীতি। বেকারত্বের হার প্রায় আকাশ ছুঁয়েছে। তার মধ্যেই ওয়ালমার্টের এই ঘোষণা যেন মড়ার উপর খাঁড়ার ঘা বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।