প্রথমে শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল বিজেপির তরফে। কিন্তু তা এখনও হয়নি। এরই মধ্যে শহরে এসে কলকাতা বন্দরের নাম বদলের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে এসে তিনি জানালেন, কলকাতা বন্দরের নতুন নাম হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর।
বেলুড় মঠ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে এদিন তিনি ঘোষণা করেন, ‘কলকাতা বন্দরের সঙ্গে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারকেও যুক্ত করা হবে। তাঁর কথায়, ‘পোর্টে শুধু জাহাজ আসা যাওয়া করে না, এখানে অনেক ইতিহাস। ভারতের আত্মনির্ভরতার প্রতীক এই পোর্ট। নিউ ইন্ডিয়ার প্রতীক বানাতে হবে এই বন্দরকে।’ তবে মোদীর এই নামবদলের নয়া সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, আজ সকালে বেলুড় থেকে জলপথে কলকাতা আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মতলায় নেতাজী ইন্ডোরে যান মোদী। সেখানে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তবে আসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল রবিবার সকালে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যাবে মোদী-মমতাকে। তবে শেষ অবধি এলেন না নেত্রী। অন্যদিকে ধর্মতলায় নেতাজী ইন্ডোরের সামনে তীব্র বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। কালো পতাকা এবং ‘গো ব্যাক মোদী স্লোগান’-এ ধরপাকড় শুরু হয়ে যায় নেতাজী ইন্দোরের বাইরে।