কুমারগঞ্জের নিগৃহিতার পরিবারের হাতে শনিবার ক্ষতিপূরণের চেক তুলে দিল রাজ্য সরকার। শনিবার নির্যাতিতার পরিবারের লোকদের জেলা প্রশাসনিক ভবনে ডেকে পাঠানো হয়।
সেখানেই সরকারের তরফে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ তাঁদের হাতে আর্থিক সাহায্য বাবদ ৪ লক্ষ ১২ হাজার টাকা তুলে দেন। অন্যদিকে, নবান্নের দেওয়া নির্দেশ ও সময়সীমা মেনে সাতদিনের মধ্যে কালিয়াগঞ্জ গণধর্ষণ কাণ্ড মামলার চার্জশিট দাখিল করলেন কালিয়াগঞ্জ থানার তদন্তকারী পুলিশ অফিসার সুশান্ত বৈষ্ণব। কালিয়াগঞ্জ থানার পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি নির্যাতিতার পরিবার-সহ কালিয়াগঞ্জবাসী। কালিয়াগঞ্জের ধনকৈলের কাছে হরিহরপুর এলাকায় এক মহিলা হোটেল কর্মচারী গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত নকুল মহন্ত, সুজন বর্মন ও শিবু বর্মনের বিরুদ্ধে সাতদিনের মধ্যে পুলিশ চার্জশিট দাখিল করায় সমাজের মানুষের কাছে সঠিক ও দ্রুত বিচারের বার্তা পৌঁছল বলে জানালেন রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার হরিহরপুরে এক মহিলা হোটেল কর্মী গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলাজুড়ে। নারকীয় এই ঘটনার পরদিনই শিবু বর্মন ও নকুল মহন্ত নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷ আরও একদিন বাদে গ্রেফতার করা হয় অপর অভিযুক্ত সুজন বর্মনকে।