পুরুলিয়ার পুলিশ প্রশাসনকে কুৎসিত আক্রমণ করলেন বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। শুক্রবার পুরুলিয়ার ঝালদায় বিজেপির দলীয় কর্মসূচি থেকে তিনি হুমকির সুরে বলেন, ‘ইট সে ইট বাজা দেঙ্গে’। এই সভায় বিজয়বর্গীয়র সঙ্গে ছিলেন বিজেপির চার সাংসদ পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়ার সুভাষ সরকার, ব্যারাকপুরের অর্জুন সিং এবং ঝাড়গ্রামের কুনার হেমব্রত৷
বিজয়বর্গীয় মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ রাজ্যে বিজেপির সরকার হলে পুরুলিয়ার এসপিকে ‘মুরগা’ বানিয়ে দেওয়া হবে। অনেক আধিকারিকের তালিকা তৈরি হয়েছে ‘মুরগা’ বানানোর জন্য”। এরপর তিনি যোগ করেন, “বিজেপির কেউ চুড়ি পরে বসে নেই। ২০২১ এ বাংলায় বিজেপি আসবে। কেউ রুখতে পারবে না”। এরপরই তিনি ‘শোলে’ সিনেমার একটি ডায়লগ আওয়ান। পুলিশকে লক্ষ্য করে বলেন, ‘অব তেরা ক্যায়া হোগা রে?’
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি ঝালদায় সিএএ সমর্থনে বিজেপির এক পদযাত্রাকে আটকানো হয়েছিল পুলিশের তরফে। তার প্রতিবাদেই এই সভা হয়। শুধু তাই নয়, দলের ওই কর্মসূচিতে উপস্থিত থাকা বিজেপির সংসদ সদস্য অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন।
এই সভা থেকে বিজয়বর্গীয় হুঁশিয়ারি দিয়ে বলেন, “দলিতদের নাগরিকত্ব দিতে চাইছেন মোদী কিন্তু দিদি তা মানছেন না। তবে আর বেশি দিন নেই আগামী ২০২১ এ বাংলা বিজেপির হাতে হবে। তারপর সবাইকে দেখে নেব”। কিন্তু মানুষ বিজেপির বিভেদের রাজনীতিতে ভরসা করছে না। তার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে সম্প্রতি দেশ জুড়ে ঘটে যাওয়া নানা ঘটনায়।