ক্ষমতায় এসেই রাজ্যের শিল্পক্ষেত্রের, হাল-হকিকত বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে রাজ্যের ধুঁকতে থাকা শিল্পক্ষেত্রগুলিতে যেমন নয়া প্রাণ সঞ্চার করেছে, তেমনি গড়ে উঠছে নানা শিল্পতালুকও। এবার রাজ্যের শিল্পায়নে ফের সুখবর। আগামী ২০২১-২২ অর্থবর্ষের মধ্যে দুর্গাপুরের কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়িয়ে বছরে ৪ লক্ষ টন করার জন্য ১৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এসপিএস স্টিলস রোলিংস মিলস লিমিটেড। কলকাতার শাকম্ভরী গোষ্ঠীর মালিকানাধীন সংস্থাটি ‘এলিগ্যান্ট স্টিল’ নামে বাজারে টিএমটি বার বিক্রি করে। শাকম্ভরী গোষ্ঠী ‘এলিগ্যান্ট স্টিল’ ব্র্যান্ডটিকে আগামী কয়েক বছরের মধ্যে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
শুক্রবার কলকাতায় শাকম্ভরী গোষ্ঠীর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর দীপক কুমার আগরওয়াল বলেন, ‘নতুন রোলিং মিল, স্টিল মেল্টিং শপ এবং ১৩ মেগাওয়াটের একটি ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুরে এসপিএস স্টিলসের কারখানায় আমরা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমরা ১৫০ কোটি টাকা লগ্নি করব। এর ফলে অতিরিক্ত ৩০০ জনের কর্মসংস্থান হবে। পাশাপাশি আমরা এলিগ্যান্ট স্টিলকে সারা দেশে প্রিমিয়াম ব্র্যান্ড হিসাবে গড়ে তুলব।’ এজন্য প্রয়োজনে ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে শাকম্ভরী গোষ্ঠী নয়া কারখানাও তৈরি করতে পারে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে এনসিএলটি-র মাধ্যমে ২৬৭ কোটি টাকায় এসপিএস স্টিলস অধিগ্রহণ করে শাকম্ভরী গোষ্ঠী। গত অর্থ বছরে যেখানে সংস্থাটি ৫ কোটি টাকা লোকসান করেছিল, সেখানে ২০১৯-২০ সালে তারা এখনও পর্যন্ত সাড়ে ১৯ কোটি টাকা মুনাফা করেছে। মোট আয় প্রায় ১০০ শতাংশ বেড়ে হয়েছে ৯০০ কোটি টাকা। এসপিএস স্টিলস অধিগ্রহণ সামগ্রিক ভাবে শাকম্ভরী গোষ্ঠীর মোট আয় ও মুনাফা, দুটোই বাড়িয়েছে। আগরওয়াল জানান, গত অর্থ বছরে যেখানে গোষ্ঠীর মোট আয় হয়েছিল ১৫০০ কোটি টাকা, সেখানে চলতি অর্থ বছরের শেষে তা বেড়ে হতে পারে ২,৫০০ কোটি টাকা, যা আগামী অর্থ বছরে ৩,০০০ কোটি টাকাতে নিয়ে যেতে চান তাঁরা।