গত মঙ্গলবার জেএনইউতে বিক্ষোভরত পড়ুয়াদের পাশে গিয়ে দাঁড়ান দীপিকা। দেখা করেন আহত ছাত্র সংসদের সভানেত্রী ঐশ্বী ঘোষের সঙ্গে। আর তারপরেই সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে দীপিকার বিরুদ্ধে গর্জে ওঠেন অনেকেই। বিশেষ করে কেন্দ্রের শাসকদল অর্থাৎ বিজেপি সরকার হুমকি দিতে থাকেন দীপিকাকে। পাশাপাশি তাঁর সিনেমার বয়কটের সিদ্ধান্তও নিয়েছেন তারাই। এদিকে দীপিকার বিরুদ্ধে বেনজির আক্রমণের জন্য পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকারা। পাশে এসে দাঁড়িয়েছে একাধিক রাজনৈতিক দলের নেতারা। অখিলেশ যাদব কিংবা ডেরেক ও ব্রায়েন সকলেই দীপিকার সিনেমার জন্য টিকিটের ব্যবস্থা করেছেন। এবার বিজেপির এই বয়কটের বিরুদ্ধে আরও একধাপ পদক্ষেপ নিলেন দুই মুখ্যমন্ত্রী। দুই কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে মুক্তির প্রথম দিন থেকেই দীপিকার ‘ছপক’ ট্যাক্স মুক্ত ঘোষণা করা হয়েছে।
পড়ুয়াদের পাশে দীপিকার দাঁড়ানো নিয়ে যেমন প্রশংসা হয়েছে তেমনই আক্রমণও শানিয়েছে গেরুয়া শিবির। এবার আক্রমণ নয়, পাশে দাঁড়ানোর বার্তা দিল কংগ্রেস। তাঁদের শাসনে থাকা তিন রাজ্যে করমুক্ত হল দিপীকা অভিনিত ছবি ‘ছপক’। ছবিটি মুক্তি পাওয়ার আগেই মধ্যপ্রদেশ, পুদুচেরি ও ছত্তিশগড়ে ট্যাক্স ফ্রি করে দেওয়া হল৷
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, ”দীপিকা পাডুকোন অভিনীত ছপক সিনেমা অ্যাসিডে আক্রান্ত মহিলাদের নির্মম জীবনের কাহিনী। এই বিষয়কে বড়পর্দায় তুলে ধরে দীপিকা সমাজের কাছে একটি গভীর বার্তা দিতে চেয়েছেন। তাই সকলের সুবিধার্থে এই সিনেমা করমুক্ত করা হল এই রাজ্যে।” দীপিকার পাশে দাঁড়িয়ে এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, ”ছপাক সিনেমাকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হচ্ছে আমাদের রাজ্যে। কারণ এই সিনেমাটি সমাজে সচেতনতা ছড়াবে। এই ধরনের অপরাধ যারা করে থাকেন তাদের কঠিনতম শাস্তি হওয়া উচিত। আপনারা সবাই যান গিয়ে সিনেমাটি দেখুন সিনেমাহলে। খুবই ভালো উদ্যোগ।”
অন্যদিকে ‘ছপক’-এর সমর্থনে এবার অভিনব উদ্যোগ নিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। পার্টির তরফ থেকে জানানো হয়েছে, ”জাতীয় সভাপতির নির্দেশ অনুসারে সমাজবাদী পার্টির প্রত্যেকটি কর্মীকে বিনামূল্যে ছপক দেখানো হবে লখনউ-এর এক বিশেষ পেক্ষাগৃহে।” অর্থাৎ অখিলেশ এবার দীপিকার ‘ছপক’-এর জন্য লখনউ-এর একটি গোটা সিনেমাহল ভাড়া নিয়েছেন। যেখানে তিনি ও তাঁর দলের নেতারা ‘ছপক’ দেখবেন বলে জানা গিয়েছে।