প্রায় ১ মাস আগে টাটা সনসের চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রির পুনর্বহালের রায় দিয়েছিল ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল। তারপরই ওই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রতন টাটা। এবার সেই মামলাতেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএস বোবদে বলেছেন, ‘ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছে তাতে ভ্রান্তি থাকলেও থাকতে পারে। ওই নির্দেশ আবার খতিয়ে দেখা প্রয়োজন।’
তিন বছর আগে টাটা সনসের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয় শিল্পপতি সাইরাস মিস্ত্রিকে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল গত ১৮ ডিসেম্বর তাঁকে ফের টাটা সনসের এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধেই শীর্ষ আদালতে রতন টাটার পক্ষ থেকে আবেদন জানানো হয়, সাইরাস মিস্ত্রিকে আগের পদে ফিরিয়ে দেওয়া চলবে না। ট্রাইব্যুনালের রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করতে হবে। আদালত এদিন তাতে স্থগিতাদেশ দিল।
সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পর টাটা সনসের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হন রতন টাটা। ট্রাইব্যুনালের দুই বিচারকের প্যানেল বলেছিল, সাইরাস মিস্ত্রির ওপরে অত্যাচার করেছেন চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। টাটা সনসকে যেভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছে, তা পুরোপুরি বেআইনি।
প্রসঙ্গত, টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে বিতাড়িত হওয়ার পরে সাইরাস মিস্ত্রি আদালতের যান। গত জুলাই মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল বলে, টাটা সনসের বোর্ড তাদের এক্সিকিউটিভ চেয়ারম্যানকে সরানোর ক্ষমতা রাখে। বোর্ডের সদস্যরা সাইরাসের ওপরে আস্থা হারিয়ে ফেলেছিলেন। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে ট্রাইব্যুনালের কিছু করার নেই।