গেরুয়া শিবির আশ্রিত দুষ্কৃতীদের হামলায় একাধিকবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। এবার ফের সেই একই কাণ্ড। ঘটনাস্থল সেই একই, কোচবিহার। বিজেপির তাণ্ডবে গুরুতর জখম হলেন ১০ তৃণমূল কর্মী। যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা।
তৃণমূলের অভিযোগ, তাদের একটি অধিবেশন ছিল। সেই কর্মসূচিতে যাওয়ার সময় আচমকা বিজেপি কর্মীরা তাদের কর্মীদের ওপর আক্রমণ করে। তাতে তাদের ১০ জন কর্মী আহত হন। কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন আহত তৃণমূল কর্মী সুকুমার বর্মন অভিযোগ করে বলেন, এদিন ফুলবাড়ি অঞ্চল অফিসে একটি অধিবেশন ছিল। যেখানে তৃণমূলের সমস্ত পঞ্চায়েত সদস্য যখন যান, সেই সময় অতর্কিতে বিজেপি’র দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। দীর্ঘদিন থেকেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিজেপির তাণ্ডবের কারণে অঞ্চল অফিসে যেতে পারছেন না। আজ যখন তারা যান, তখন তাঁদের ওপর হামলা হওয়ায় সেখান থেকে পালিয়ে তাঁরা প্রাক্তন অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য নিলিমা বর্মনের বাড়িতে যান। সেই সময় সেখানে গিয়ে বিজেপি কর্মীরা তাঁর বাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের বেধড়ক ভাবে মারধর করে। ১০জন তৃণমূল কর্মী মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন।
মাথাভাঙার ফুলবাড়িতে এই তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন ৮ থেকে ১০ জন তৃণমূল কর্মী। ৬ জন ফালাকাটা হাসপাতালে ভর্তি। ৪জন কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, বিজেপি আমাদের মহামিছিল দেখে ঘাবড়ে গিয়েছে। আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।