বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাবলীল ভাবেই ব্যাট করছেন তিনি। বয়স চল্লিশ, ওজন বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে ফিটনেসে কিন্তু রান করার গতি কমেনি। তিনি আর কেউ নন, ক্যারিবিয়ান তারকা গেইল। বৃহস্পতিবার জানিয়ে দিলেন, আপাতত অবসরের কোনও পরিকল্পনা তাঁর নেই। যত দিন পারবেন, ততদিন খেলে যাবেন।
গেইলকে তার ক্রিকেটজীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, ‘‘শরীর খুব ভাল। যত দিন যাচ্ছে, নিজেকে তরুণ মনে হচ্ছে। আগের মতোই ক্রিকেটের প্রতি ভালবাসা ও আবেগ জড়িয়ে আছে। তাই যত দিন সম্ভব, ক্রিকেট খেলে যেতে চাই। এই ৪০ বছর বয়সেও বিশ্বের যে কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে সমস্যা হচ্ছে না। আমার ভক্তেরা এখনও বাইশ গজে আমার তাণ্ডব দেখতে মুখিয়ে থাকে। ভক্তদের জন্য খেলতে চাই, যতদিন পারব খেলে যাবো”।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারত-সফরে আসেননি গেইল। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও তিন দলে নেই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে তাঁকে অঙ্কের বাইরে রাখতে পারবে না কোনও দল। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন ক্যারিবিয়ান তারকা।