কেন্দ্রের ‘কালা কানুন’ সিএএ-র প্রতিবাদ হোক। তবে তা কোনওভাবেই যেন হিংসার রূপ না নেয়। প্রতিবাদ প্রতিরোধ হোক শান্তির সঙ্গে গানে কবিতায়। তাই মোদী সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলম তুলে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ- এনআরসি-র প্রতিবাদে এবার লিখে ফেললেন গান। সুরও দিলেন নিজেই। মমতার সেই গান সুরেলা গলায় গাইলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
সম্প্রতি প্রকাশ্যে আসা মমতার এই গানের পরতে পরতে রয়েছে কেন্দ্রীয় সরকারের সিএএ ও আসন্ন এনআরসির বিরোধিতা। যেখানে মমতা লিখেছেন, ‘আমার দেশ ঐক্যভূমি মানছি না মানবো না সিএএ। আমার অধিকার কেড়ে নিতে দেব না। এনআরসি-সিএএ ছিঃ, ছিঃ, ছিঃ। এনআরসি-সিএএ ছিঃ, ছিঃ, ছিঃ।’ এই গানে সুরও দিয়েছেন মমতা নিজেই। গানটি গেয়েছেন শিল্পী ইন্দ্রনীল সেন। এই গান প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে একটি পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী।
ওই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এ দেশের মাটি ঐক্যের, সংহতির, সম্প্রীতির। কেন্দ্রীয় সরকারের এনআরসি-সিএএ দেশের একতার ঐতিহ্য-বিরোধী। বন্দুক, গুলি, আগুনে নয়, প্রতিবাদ হোক গানে-কবিতায়। এনআরসি-সিএএ-র বিরুদ্ধে এই গানের কথা ও সুরে আমি আমার প্রতিবাদের ভাষা ব্যক্ত করলাম। গেয়েছেন শিল্পী ইন্দ্রনীল সেন। যখন দেশ অন্ধকারে ঢেকে যায় মানুষের শিল্পীমনই খুঁজে দেয় আন্দোলনের ভাষা।’
উল্লেখ্য, সিএএ ও এনআরসি নিয়ে শুরু থেকেই সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আইনের প্রতিবাদ স্বরূপ গ্রাম বাংলায় যাত্রা আয়োজনেরও আবেদন করেন মমতা। পাশাপাশি, কিছুদিন আগেই এই আইনের প্রতিবাদে ‘অধিকার’ নামেই এক কবিতা লেখেন তৃণমূলনেত্রী। এবার বাঁধলেন গান।