আমেরিকা এবং ইরানের সম্পর্ক প্রভাব ফেলেছে আন্তর্জাতিক তেলের বাজারে। আজ দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। কলকাতায় এই মুহূর্তে পেট্রোল লিটার প্রতি ৭৮.৫৪ টাকা। মুম্বাইতে এই মুহূর্তে পেট্রোলের দাম ৮১.৫৫ টাকা প্রতি লিটার।
পেট্রোলের পাশাপাশি দাম বেড়েছে ডিজেলেরও। কলকাতায় আজ ডিজেল লিটার প্রতি ৭১.৪২ টাকা।
রাজধানী দিল্লীতে ১১ পয়সা দাম বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৯.০৫ টাকা প্রতি লিটারে। পেট্রোলের দাম ৭৫.৯৬ টাকা প্রতি লিটারে। উত্তরোত্তর তেলের দাম বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত।