গত কয়েকদিনে জেএনইউ কান্ডে একেবারে রাস্তায় নেমেছে প্রায় গোটা বলিউডই। এমনকি ক্যাম্পাসে গিয়ে আক্রান্ত ছাত্র সভাপতি ঐশী ঘোষের সঙ্গে দেখা করে এসেছেন দীপিকা পাড়ুকোনও। এবার এই ঘটনায় মুখ খুললেন সানি লিওনি। গত রবিবার রাতে দিল্লীর জেএনইউ বিশ্ববিদ্যালয়ের সবরমতী গার্লস হোস্টেলে মুখোশধারী গুন্ডাদের তান্ডব দেখেছে গোটা দেশবাসী। লাঠি-রড নিয়ে অধ্যাপিকা ও পড়ুয়াদের উপর হামলা চালায় ওই মুখোশধারী গুন্ডারা। যার জন্য মাথা ফাটে জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আর সেই ঘটনায় উত্তাল হয়েছে দেশের ছাত্র সমাজ। এই ঘটনায় রাস্তায় নেমে দিকে দিকে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সিনে তারকারাও।
সোশ্যাল মিডিয়া কিংবা রাস্তাতে নেমেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে তাঁদের। এবার এই ঘটনায় এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সানি লিওনি। জেএনইউতে লাঠি ও রড হাতে নিয়ে মুখোশধারী গুণ্ডাদের তাণ্ডবের বিষয়ে সানি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন শুধুই শান্তি পছন্দ তাঁর। বলেছেন, ‘মানুষ এখন কথায় কথায় ঝগড়া করেন। শুধুমাত্র হিংসাকেই এখন বড় করে দেখানো হয়। দেশে আরও অনেক সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা করলেই ভালো। নিজেদের মধ্যে কথাবার্তা বলেই সবকিছু শান্ত রাখলেই হয়। আলোচনার মাধ্যমেই একাধিক সমস্যার সমাধান করা সম্ভব।’
তিনি আরও জানান, ‘হিংসা কিংবা হানাহানির ঘটনাতে শুধু একজনের প্রাণ যায় না, গোটা সমাজ কিংবা তাঁর পরিবারে আঘাত হানে। আর সেখান থেকেই একটা বাচ্চা সবকিছু শেখে। আমি একজন শান্তিপ্রিয় মানুষ তাই এই হিংসা কিংবা হানাহানি পছন্দ করিনা, আর বাহবাও দিই না। তাই আশা করব এই ঘটনার একটা সমাধান বেরোবে।’ এদিকে ঘটনার পাঁচদিন কেটে যাওয়ার পরেও দিল্লী পুলিশ দোষীদের চিহ্নিত করতে পারলেও গ্রেফতার করে পারেনি।