রবিবার রাতে দিল্লীর জেএনইউ বিশ্ববিদ্যালয়ের সবরমতী গার্লস হোস্টেলে মুখোশধারী গুণ্ডাদের তাণ্ডব দেখেছে গোটা দেশবাসী। লাঠি-রড নিয়ে অধ্যাপিকা ও পড়ুয়াদের উপর হামলা চালায় ওই মুখোশধারী গুণ্ডারা। যার জন্য মাথা ফাটে জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আর সেই ঘটনায় উত্তাল হয়েছে দেশের ছাত্র সমাজ। এই ঘটনায় রাস্তায় নেমে দিকে দিকে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ কিংবা ছাত্র সমাজ। মুখ খুলেছেন সমাজের বিদ্বজনেরাও। এবার জেএনইউ কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান। জেএনইউতে এই হামলা নিয়ে কমল যারপরনাই ক্ষুব্ধ। কমল বললেন, এবার সময় হয়েছে দেশের নেতৃত্ব বদলের।
জেএনইউ কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কমল জানিয়েছেন, ”খুবই ভয়ানক ঘটনা। আর যদি ভারতে এইভাবেই পড়ুয়াদের উপর অত্যাচার চলতেই থাকে তাহলে ভয়ের কারণ রয়েছে। খুবই অমানবিক কাজ হয়েছে, আর এটা নিয়ে আমি সারাজীবন প্রতিবাদ করতেই থাকবে। এই পরিস্থিতির বদলের প্রয়োজন আছে। নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন আছে।” এদিন সাংবাদিকদের সঙ্গে বৈঠকে জানান কমল হাসান। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন তামিলনাড়ুর ভবিষ্যৎ কিংবা সেই রাজ্যের প্রতি তাদের কর্তব্য নিয়ে।
কমল জানান, ”প্রত্যেক তামিলবাসী এটা করে থাকে। প্রত্যেকটা তামিলবাসীর প্রয়োজন নিজেদের রাজ্যের উন্নয়নের জন্য কাজ করা। প্রত্যেকেই কঠিন পরিশ্রম করেন আর ভবিষ্যতের ভালোর জন্য কাজ করে। আর যারা একটু বড় জায়গায় থাকে সকলেই তামিলের মানুষদের কথা ভাবেই। তাই তামিলের দিকে কাউকে তাকাতে হবে না, আমরা নিজেরাই এই রাজ্যকে সামলে নেব।”