দুই বাসের রেষারেষিতে ফের পথ দুর্ঘটনা শহরে। যার ফলে রণক্ষেত্রের চেহারা নিল খিদিরপুরের রিমাউন্ট রোড চত্বর। জানা গেছে, বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারীর। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। পরপর বেশ কয়েকটি বাস, গাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসী। ৩টি বাসে আগুনও ধরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে চলে ব্যাপক ভাঙচুর।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী। যার পরে উত্তেজনা আরও কয়েকগুন বেড়ে যায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট ও পাথরবৃষ্টি। পরে পুলিশের আরও বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে ধাওয়া করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে শুরু হয় লাঠিচার্জ। অন্যদিকে, বাসে আগুন ধরানোর খবর পেয়ে ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে জানা গেছে, সেই ২ বাসচালক ফেরার।