‘আগে তোমায় তোমার দেশে ফেরত পাঠাই তারপর পোস্ট কার্ডে জবাব দেব’ – দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক মুসলিম যুবক সিএএ নিয়ে মনপসন্দ বক্তব্য না রাখায় ঠিক এই ভাষাতেই তাঁকে বাংলাদেশ পাঠানোর হুমকি দিয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ক্ষমা চাওয়া তো দূরের কথা, কার্যত ‘যা করেছি, বেশ করেছি’ অবস্থান নিয়েছিলেন তিনি। আর এবার মুখ খুলেই পরিচালক অনুরাগ কাশ্যপকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বাবুল। অনুরাগের উদ্দেশ্যে তিনি বলেন, ভাই আগে দু-তিনটে হিট ফিল্ম বানাও। বহু প্রডিউসারের পয়সা ডুবিয়েছ। তোমার সাম্প্রতিক ছবি শুধু ডোবেনি, প্রতিভাবান অভিনেতার ভবিষ্যৎও তোমার জন্য প্রশ্ন চিহ্নের সামনে।
যদিও এর পাল্টা দিতে কসুর করেননি অনুরাগ। তাঁর সরস জবাব, তুমি যদি স্কুলে যেতে, তাহলে ভক্ত হতে না! তবে এরপরই অনুরাগকে কার্যত হুমকির সুরে বাবুল বলেন, তুমি বড্ড বেশি দূর চলে গিয়েছ। মাত্রাজ্ঞান রাখো। তোমার প্রতিভা আর সামাজিক অবস্থানের অন্তত মর্যাদা রাখ! প্রধানমন্ত্রী সম্বন্ধে তুমি এমন অবমানকর কথা বলতে পার না। অনুরাগ তাঁকে স্কুলে গেলে ভক্ত হতে না মন্তব্য করায় প্রচ্ছন্নভাবে হুমকিও দিয়েছেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, ‘বাকিটা? আমি দেখে নেব।’ বাবুলের এ হেন প্রকাশ্য হুমকিতে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র নিন্দার মুখে পড়তে হচ্ছে তাঁকে।