এ যেন মগের মুলুক! অর্থনীতির অবস্থা খারাপ। ধুঁকছে বিভিন্ন শিল্প। এই পরিস্থিতিতে সাধারণ বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন হবে সেই বাজেট? সেটা ঠিক করতেই বাজেটের প্রস্তুতি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’পাশে চার মন্ত্রী। অমিত শাহ, নিতিন গাডকরি, পীযূষ গোয়েল এবং নরেন্দ্র সিংহ তোমর। বৈঠক মূলত অর্থনীতিবিদদের সঙ্গে। অর্থ মন্ত্রকের সচিবেরাও রয়েছেন। অথচ নেই তিনিই, যাকে ওই বৈঠকে বেশি করে দরকার। হ্যাঁ, নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিতই রইলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
বাজেটের প্রস্তুতি বৈঠকে খোদ অর্থমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে হয়েছে নির্মলাকে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কোথায়?’ জানা গিয়েছে, নীতি আয়োগের বৈঠক চলছে যখন, ঠিক ওই সময়েই দিল্লীতে বিজেপির সদর দফতরে দলের বিভিন্ন মোর্চার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্মলা। আগামী বাজেটে দলের কী প্রত্যাশা, তা জানতেই বিভিন্ন ক্ষেত্র ভাগ করে চারটি গোষ্ঠীতে বৈঠক সারেন তিনি।
এখন প্রশ্ন হল, তা হলে কি বিজেপির শীর্ষ নেতারা ঠিক করেছেন যে, নীতি আয়োগে অর্থনীতিবিদ, শিল্পপতি, উদ্যোগপতিদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রীকে রাখা হবে না? যদি তা-ই হয়, তার কারণ কী? এই প্রশ্ন আরও গভীর হয়েছে খোদ সরকারি ‘সূত্র’-এর পক্ষ থেকে এক প্রচারে। তাতে দাবি করা হল, গত প্রায় এক মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই অর্থনীতির সমস্যা দূর করতে হাল ধরেছেন। কীভাবে? তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে।
গত ডিসেম্বর থেকে প্রায় প্রতি সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ২০২০-তে সরকারের রোডম্যাপ কী হবে, মন্ত্রক ধরে ধরে তা স্থির করছেন। সারা দিন ধরে বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে আরও এক বার এমন বৈঠক হবে। পাশাপাশি প্রথম সারির শিল্পপতি, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে ডজনখানেক বৈঠক সেরেছেন। বাজেটের আগে একশোর বেশি ব্যক্তির সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন। এবং সেই সব বৈঠকের কোনওটিতেই ছিলেন না নির্মলা! তবে নীতি আয়োগের বৈঠকে নির্মলার অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়ে গিয়েছে।
কংগ্রেস নেতা শশী থারুরের কটাক্ষ, ‘অর্থমন্ত্রী কোথায়? নাকি দু’জনে ভুলে গিয়েছেন অর্থমন্ত্রী বলে কেউ আছেন?’ দু’জন’ বলতে মোদী-শাহকেই বুঝিয়েছেন থারুর। এরপরই নির্মলার দফতর থেকে পাল্টা টুইট করে জানানো হয়, গত বছর ৫ আগস্ট থেকে কবে কোন প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন অর্থমন্ত্রী। তবে এ নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।
তাদের মতে, যদি অর্থমন্ত্রীই সব আলোচনা সেরে রাখেন, তাহলে চার মন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের অর্থ কী? আর যদি বৈঠকের দরকার হয়েও থাকে, তাহলে তাতে অর্থমন্ত্রী নেই কেন? ছেড়ে দেননি নেটিজেনরাও। অনেকেইনেই প্রশ্ন তুলেছেন যে, ‘তাবড় তাবড় অর্থনীতিবিদরা রয়েছেন, কিন্তু অর্থমন্ত্রী কোথায়?’ একজন আবার কটাক্ষ করে লেখেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী এখানে অর্থমন্ত্রক সামলাচ্ছেন আর অর্থমন্ত্রী বাড়িতে রয়েছেন।’