প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা অশালীন-বেফাঁস মন্তব্যের ফোয়ারা ছোটানো – গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। কংগ্রেস-সহ বিরোধী দলগুলির নেতানেত্রীদের বিঁধতে গিয়ে বরাবরই বেপরোয়া মনোভাবই দেখিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। এবার তেলেঙ্গানায় সিএএ-বিরোধীদের দিকে বোমা ছোঁড়ার হুমকি দিয়ে সমালোচনার মুখে পড়লেন করিমনগরের বিজেপি সাংসদ বান্দি সঞ্জয় কুমার। এআইএমআইএম এবং চন্দ্রশেখর রাওয়ের টিআরসকে আক্রমণ করে তিনি বলেন, যদি এই দুই দলের কর্মীরা পাথর ছোঁড়ে, তাহলে প্রত্যুত্তরে বিজেপির কর্মীরা বোম ছুড়বে।
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। বিরোধীদের পাশাপাশি স্বতস্ফূর্ত ভাবে পথে নেমেছেন সাধারণ মানুষও। বুধবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে সিএএ-র সমর্থনে আয়োজিত এক জনসভায় এ নিয়ে সঞ্জয় বলেন, রাজ্যের শাসকজোট তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও এআইএমআইএম আসন্ন পৌর নির্বাচনগুলিতে সুবিধা পাওয়ার জন্য এই আইনের বিপক্ষে সুর চড়াচ্ছে। তাঁর অভিযোগ, তেলেঙ্গানার গুন্টুরের তেনালি এলাকায় সিএএ-র সমর্থনে দেশপ্রেমিকরা একটি মিছিল বের করেছিলেন। কিন্তু, দেশে বসবাসকারী কিছু বিশ্বাসঘাতক ওই মিছিলের ওপর পাথর ছোঁড়ে। যাতে বেশ কয়েকজন মানুষ গুরুতর জখম হয়েছেন।
এরপরই নাগরিকত্ব আইনের বিরোধীদের সরাসরি আক্রমণ করে সঞ্জয় বলেন, ‘ওরা ভাবছে আমরা ভয় পেয়েছি। কিন্তু, তা সত্যি নয়। কারণ, ওরা যদি হাতে পাথর হাতে তুলে নেয়, তাহলে আমরা বোমা নেব। যদি ওরা লাঠি দিয়ে মারতে আসে, তাহলে আমরা ছুরি দিয়ে জবাব দেব। আর যদি আমাদের লক্ষ্য করে রকেট ছোঁড়া হয় তাহলে আমরা লঞ্চার নিয়ে তোমাদের ওপর চড়াও হব।’ শুধু তাই নয়, দুই দলকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে তিনি দাবি করেন, গোলকুণ্ডা দূর্গে খুব শীঘ্রই গেরুয়া পতাকা উড়বে। সেই সঙ্গে বলেন, ২০২৩ সালে তেলেঙ্গনায় সরকার গড়বে বিজেপি।