জম্মু ও কাশ্মীর সফরে আসছেন না ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ছিল বিদেশি প্রতিনিধি দলের। তবে দু’দিনের এই সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত।
সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে কোনওরকম ‘পাহারা দেওয়া সফর’ বা ‘গাইডেড ট্যুর’ করতে রাজি নয় তারা। বরং পরে জম্মু-কাশ্মীরে আসবেন এই রাষ্ট্রদূতরা। এবং নিজেদের ইচ্ছেমতো উপত্যকার লোকজনের সঙ্গে কথা বলবেন। সূত্রের খবর, শুধু জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ নন, ফারুক এবং ওমর আবদুল্লা আর মেহেবুবা মুফতির সঙ্গেও দেখা করতে চান তাঁরা। যদিও গত ৫ অগস্ট ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গৃহবন্দি জম্মু-কাশ্মীরের এই তিন নেতা।
গত ৫ অগস্ট ৩৭০ ধারা রদ হয়েছে জম্মু-কাশ্মীরে। উপত্যকায় স্পেশ্যাল স্ট্যাটাস বিলোপ হওয়ার প্রায় তিনমাস পর অক্টোবরে জম্মু-কাশ্মীরে গিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সেবার সাধারণ নাগরিকের সঙ্গে কথা বলতে পেরেছিলেন প্রতিনিধিরা। তবে সবটাই ছিল একটা ‘গাইডেড ট্যুর’। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থেকেই আমজনতার সঙ্গে কথা বলতে হয় তাঁদের। এবারের সফরেও তেমনটাই হওয়ার কথা ছিল বলে খবর। তবে এত গোপনীয় ভাবে কাশ্মীরের নাগরিকের সঙ্গে কথা বলতে রাজি নন ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। যদিও লাতিন আমেরিকা এবং আফ্রিকার তরফে প্রতিনিধিরা বৃহস্পতিবার এই দু’দিনের সফরে যোগ দেবেন বলে খবর।