আগামী ১০ জানুয়ারি গুয়াহাটিতে ‘খেলো ইন্ডিয়া ইউথ গেম ২০২০’ উদ্বোধনে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেকথা শুনে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) হুমকি দিয়েছিল, মোদী ওই অনুষ্ঠানে এলে বিরাট বিক্ষোভ দেখানো হবে। এরপরেই বাতিল করা হল প্রধানমন্ত্রীর সফর। ‘খেলো ইন্ডিয়া গেমস’-এর সিইও অবিনাশ যোশি বুধবার জানিয়েছেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি তিনি আসছেন কিনা। তবে আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে, তিনি আসবেন না।’
গুয়াহাটি-সহ পুরো আসামে চলছে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন। তার নেতৃত্বে আছে আসু। এর আগে বিক্ষোভের জন্য গুয়াহাটিতে বার্ষিক ভারত-জাপান শীর্ষ বৈঠক বাতিল করে দিতে হয়। ১৫ থেকে ১৭ ডিসেম্বর ওই বৈঠক হওয়ার কথা ছিল। মোদীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বৈঠকও পিছিয়ে যায়।
অনুপ্রবেশের বিরুদ্ধে গত দু’বছর ধরে আন্দোলন চলছে আসামে। গত ডিসেম্বরে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পরে সেই আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। পুলিশের গুলিতে অন্তত চারজন নিহত হন। আরও দু’জন মারা গিয়েছেন দুষ্কৃতীদের হাতে।
নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী, ২০১৪-এর ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যে অ-মুসলিম শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁরা ভারতের নাগরিকত্ব পাবেন। উত্তর-পূর্বের বিশেষ করে আসামের বিক্ষোভকারীদের বক্তব্য, এর ফলে আসাম চুক্তি লঙ্ঘিত হবে। বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের বড় অংশ এ দেশের নাগরিকত্ব পেয়ে গেলে আসামের মানুষদের ঐতিহ্য, সংস্কৃতি, অধিকার রক্ষিত হবে না।