বুধবার বনধের সমর্থনে দুই নম্বর জাতীয় সড়ক অবরোধকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। ভাঙচুর করা হল সরকারি বাস ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের গাড়িতেও। এমনকি বন্ধ উপেক্ষা করে এক বাইক চালক যেতে গেলে তার মুখ ফাটাল ধর্মঘটীরা।
অবরোধ চলাকালীন হঠাৎই বনধ সমর্থকরা দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার একটি সরকারি বাসে ব্যাপক ভাঙচুর করে। ভাঙচুর করা হয় রাজ্য বিদ্যুৎ পরিষদের একটি গাড়িতে। এই অশান্তি চলতে চলতেই হঠাৎ বনধ সমর্থকরা রে রে করে তেড়ে যান এক বাইক চালকের দিকে। তাকে আটকে দেন বনধ সমর্থকরা। বাধা দেন কাজে যেতে। গৌরাঙ্গ রুইদাস নামে বেসরকারি সংস্থার ওই কর্মীকে পুলিশের সামনেই বনধ সমর্থকরা ব্যাপক মারধর করে। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় ওই বাইক চালককে।
রক্তাক্ত অবস্থায় ওই বাইক চালককে বনধ সমর্থকদের হাত থেকে কোনওক্রমে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায়। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে নামে বিশাল পুলিশ বাহিনী।