দিল্লীর জেএনইউ ক্যাম্পাসে ঢুকে সেখানকার পড়ুয়াদের মারধরের প্রতিবাদে গোটা দেশেই শুরু হয়েছে বিক্ষোভ-প্রতিবাদ। ঘটনার দিন মধ্যরাত থেকেই মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় বিক্ষোভ দেখান বলিউড শিল্পী ও বাণিজ্যনগরীর সাধারণ মানুষ। গভীর রাত পর্যন্ত চলে সেই বিক্ষোভ। আর সেই বিক্ষোভে আজাদি স্লোগানের সঙ্গে নাচলেন এক বৃদ্ধ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা রীতিমতো প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।
জেএনইউ কাণ্ডের প্রতিবাদে দেশের প্রত্যেকটি শহরেই চলছে বিক্ষোভ। কলকাতার অধিকাংশ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল বেরিয়েছে। মিছিলে হেঁটেছেন বিশিষ্টজনেরাও। জামিয়ায় ছাত্রদের ওপরে হামলার পর থেকেই সেখানে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছেন জিশান আয়ুব, স্বরা ভাস্কর-সহ বহু চিত্রতারকা। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় জেএনইউয়ে গিয়ে হাজির হন দীপিকা পাড়ুকোন। তাঁর সহকর্মীদের মতো তিনিও ছাত্রদের আন্দোলনের পাশে দাঁডিয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন তিনি কটাক্ষের শিকার হয়েছেন, তেমনই প্রশংসাও কুড়িয়েছেন দীপিকা।