বামেদের ধর্মঘট ঘিরে সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত। শহর কলকাতায় সার্বিকভাবে ধর্মঘটের তেমন প্রভাব না পড়লেও, যাদবপুর এলাকা সকাল থেকেই উত্তপ্ত। সকাল সাড়ে দশটা নাগাদ যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড এলাকা পুলিশ ও ধর্মঘটীদের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয়। আটক করা হয় সিপিএম নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তীকে।
এদিন পূর্বপরিকল্পনা মতো যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন বাম সমর্থকরা। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। সেই মিছিল ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল থেকে আশেপাশের দোকান বন্ধ করতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বামেদের মিছিল আটকায় পুলিশ। মিছিল থেকে পালটা পুলিশের গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ি এবং বাসে ব্যাপক ভাঙচুর চালান ধর্মঘট সমর্থকরা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। মারমুখী ধর্মঘটীদের লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় ব়্যাফ। ততক্ষণে পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে আটক করা হয় সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীকে। আটক করা হয় প্রায় দেড়শো ধর্মঘটীকে।
যাদবপুরের পরিস্থিতিত উত্তপ্ত হলেও শহরের অন্যান্য প্রান্তে ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি। এদিন হাজরা মোড়ে অন্যদিনের মতোই ছবি চোখে পড়ে। সরকার ও বেসরকারি বাস যথেষ্ট পরিমাণ নজরে পরয়েছে। ধর্মতলা ডিপো থেকে সরকারি বাস পরিষেবা স্বাভাবিক। বেসরকারি বাসের সংখ্যাও যথেষ্ট।