মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের অপরাধে আগরতলায় গ্রেফতার করা হল ২০০ জন আদিবাসীকে। সিএএর বিরুদ্ধে মোদী বিরোধী স্লোগানে মুখরিত আগরতলা। আন্দোলনে নেতা অ্যান্টনি দেববর্মা বলেন, ‘আমরা ত্রিপুরায় সিএএ কার্যকর করার বিরোধী। ইতিমধ্যেই রাজ্য সরকার ১৯৪৯ সালে এদেশে আসা বহু শরণার্থী ও অভিবাসীকে জোগাড় করেছে নাগরিকত্ব দেওয়ার জন্য। যা রাজ্যের পক্ষে ভাল নয়।’
গত ডিসেম্বরে ক্যাবের প্রতিবাদ করে এই মঞ্চের তরফেই টানা তিন দিন ত্রিপুরা বনধের ডাক দেওয়া হয়েছিল। এরপর অবশ্য মঞ্চের নেতারা দিল্লীতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন।
অমিত শাহের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে ফের রাজ্যে বনধের হুমকি দিয়েছে সিএএ বিরোধী আদিবাসী যৌথ আন্দোলন–বিক্ষোভ মঞ্চের নেতৃত্ব। বিক্ষোভে স্লোগান ওঠে ‘ন্যায় বিচার চাই, এনআরসি হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়’।