বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা। আর তাই আটকে পড়ল অ্যাম্বুলেন্স। ভেতর রোগী থাকলেও তাঁকে দেখানো হল না এতটুকু সহানুভূতি। উলটে স্পষ্ট জানানো হল এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না! ঘটনার তীব্র নিন্দা করছেন সকলে।
সোমবার কৃষ্ণনগরে মিছিল করে গেরুয়া শিবির। রাজবাড়ি থেকে জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিলে হাঁটেন দলীয় নেতা-কর্মীরা। তারপর জেলা প্রশাসনিক ভবনের সামনে একটি সভাও করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমন সময় একটি অ্যাম্বুল্যান্স সভাস্থলের কাছাকাছি এসে পৌঁছয়। ওই অ্যাম্বুল্যান্সে সেই সময় রোগী ছিলেন। তবে সভার জেরে এলাকায় তীব্র যানজট হওয়ায় রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্স যাওয়ার সুযোগ পাচ্ছিল না। সভায় যোগদানকারী কেউই ওই অ্যাম্বুল্যান্সটিকে রাস্তা ছেড়ে দেওয়ার চেষ্টা করেনি। অ্যাম্বুল্যান্স আটকে পড়ার ঘটনাটি নজর এড়ায়নি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। তবে তা সত্ত্বেও অ্যাম্বুল্যান্স যাওয়ার জন্য রাস্তা করে দেওয়ার কোনও উদ্যোগ নেননি। পরিবর্তে তিনি মঞ্চ থেকে বলেন, ‘‘এখান দিয়ে যেতে দেওয়া যাবে না। লোকে রাস্তায় বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যান।’’
ঘটনার কথা চাউর হতেই তীব্র সমালোচনার সম্মুখীন হন দিলীপ। তবে নিজেদের অবস্থান সঠিক রাখতে তিনি বলেন, “ওই অ্যাম্বুল্যান্সটা ফাঁকা ছিল। তাতে কোনও রোগী ছিল না। তাই অন্য পথে যেতে বলা হয়েছে। রোগী থাকলে আমরাই ভিড় সরিয়ে সেটিকে এগিয়ে দিতাম।” যদিও গেরুয়া শিবিরে সাফাই মানতে নারাজ নেটিজেনদের একাংশ। দিলীপ ঘোষ-সহ অন্যান্য নেতানেত্রীরা নানা অমানবিক কাজ করতে পারেন বলেই দাবি তাঁদের।