হায়দ্রাবাদে ক্রিকেটার রোহিত শর্মার নামে একটি স্টেডিয়াম তৈরি হয়েছে। শুক্রবার নিজের নামাঙ্কিত স্টেডিয়ামের শিল্যানাস করলেন রোহিত শর্মা। শিলান্যাস অনুষ্ঠানে রোহিতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রীতিকাও।
ভারতীয় ক্রিকেটারদের নামে স্টেডিয়ামের স্ট্যান্ড বা গেট রয়েছে। কিন্তু বর্তমানে কোনও ক্রিকেটারের নামে আস্ত একটা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে এমনটা শোনা যায়নি। বলা বাহুল্য, সে দিক থেকে রোহিত শর্মা এক অন্যন্য নজির গড়লেন।
শিলান্যাসের উদ্বোধনে এসে সেই অঞ্চলের পরিবেশে মুগ্ধ রোহিত বলেছেন, ‘যখন এখানে ঢুকলাম, তখন একটা অদ্ভুত পজিটিভ এনার্জি অনুভব করেছি’। হায়দ্রাবাদের চেগুর অঞ্চলে কানহা শান্তিবনমের জমিতে এই স্টেডিয়াম হবে। হায়দ্রাবাদের উপকণ্ঠে একটি ধর্মগুরুর মেডিটেশনের ইনস্টিটিউটের জায়গাতেই তৈরি হচ্ছে এই স্টেডিয়াম।