গোটা দেশ সিএএর প্রতিবাদে মুখর। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ছে দেশে। এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই এবার রোহিঙ্গাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ প্রধানমন্ত্রী দফতর বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ঘোষণা করলেন এবার দেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যর্পণ করা হবে।
জম্মুতে শুক্রবার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, বিজেপি সরকারের পরবর্তী পদক্ষেপ হল রোহিঙ্গাদের প্রত্যর্পণ করা। কিভাবে তাদের ফেরত পাঠানো যায় সে পদ্ধতিগুলি খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল লাগু হবার সঙ্গে সঙ্গেই তা জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলেও কার্যকর হয়েছে। জম্মুতে প্রচুর রোহিঙ্গার বাস তাদেরও তালিকা প্রস্তুত করা হচ্ছে।
তথ্য পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, এখানে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাঁদের জনসংখ্যা বেড়ে হয়েছে ৬০০০৷ এই কারণে রোহিঙ্গাদের প্রত্যর্পণের কথা ভাবছে সরকার৷ আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সভায় জানান, ২০১৭ সাল থেকে ভারত রোহিঙ্গা সহ ২২ জন মায়ানমারের নাগরিককে ফেরত পাঠিয়েছে। মন্ত্রীর এই মন্তব্যের পরে রোহিঙ্গাদের মধ্যে ত্রাস তৈরি হয়েছে৷
২০১১ সালের শেষ দিকে মায়ানমার সেনার হাতে নিপীড়িত হয়ে রোহিঙ্গা মুসলিমরা ভারতের উত্তরপূর্বে এসে পৌঁছতে শুরু করে। ফলে নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে এঁরা ভারতীয় নাগরিকত্ব পাবার যোগ্য নন৷ ভারতে শরণার্থীদের জন্য পৃথক কোনও মর্যাদা নেই এবং এতদিন পর্যন্ত উদ্বাস্তুদের বিষয়টি প্রতিটি আলাদা আলাদা বিষয় হিসেবে দেখা হয়ে এসেছে।