টানা ছ’ম্যাচে অপরাজিত মুম্বই সিটি এফসি। শনিবার মুম্বই ফুটবল এরিনায় আইএসএলের ম্যাচে মুম্বইয়ের অপরাজিত দৌড় থামাতে মরিয়া এটিকে। যদিও পয়েন্ট টেবলে এটিকে’র পিছনে রয়েছে মুম্বই সিটি। লিগ তালিকায় তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ মুম্বই। হাবাসের দল ১০ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। জর্জ কস্টার টিম মুম্বই ১০ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে।
গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসিকে হারিয়ে হাবাস-বাহিনী আত্মবিশ্বাসী। শুক্রবার যুবভারতী সংলগ্ন মাঠে বৃষ্টির মধ্যে ঘণ্টাখানের অনুশীলন করিয়ে রাতে মুম্বই পৌঁছেছে এটিকে। খারাপ আবহাওয়ার জন্য প্রায় আড়াই ঘণ্টা পরে প্রীতম কোটালদের নিয়ে বিমান ছাড়ে। আগেই অবশ্য সাংবাদিক সম্মেলন করে মুম্বই কোচ বলেছেন, ‘‘এটিকের শক্তি অজানা নয়। ওরা কখনও তিন রক্ষণে খেলে, কখনও চার। সব পরিস্থিতির মোকাবিলায় আমার রণনীতি তৈরি।’’
পর্তুগিজ কোচের গলায় জোর বাড়ার কারণ, তাঁর দলের মোডু সোগু শেষ ম্যাচে জোড়া গোল করেছেন। তবে মুম্বই ধাক্কা খেয়েছে তাদের মিডিয়ো পাওলো মাচাদো চোট পেয়ে পুরো মরসুমের জন্য বাইরে চলে যাওয়ায়। যা স্বস্তি দিচ্ছে হাবাসকে। এটিকে কোচ বলেছেন, ‘‘মাচাদো দুর্দান্ত ফুটবলার। প্রতিপক্ষ কোচ হিসেবে ও না থাকায় অবশ্যই আমি খুশি। কিন্তু আমিও আগুস গার্সিয়ার মতো ফুটবলারকে পাচ্ছি না। তাই পুরো ব্যাপারটা সমান-সমান ক্ষতি হিসেবে ধরতে হবে।’’
এটিকে কোচ হাবাসের ভরসা দলের স্ট্রাইকাররা। রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস জুটি দারুণ ছন্দে রয়েছে। ৮ গোল করে আপাতত আইএসএলের সর্বাধিক গোলদাতা রয় কৃষ্ণা। ডেভিড উইলিয়ামসও পাঁচ গোল করে যুগ্মভাবে চার নম্বরে রয়েছেন।
শুক্রবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে এটিকে কোচ হাবাস বলেন, ‘মুম্বই দলে কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে। তবে ওদের রক্ষণে সমস্যা আছে। ওরা ১৭ গোল দিয়ে ১৭ গোল হজম করেছে। ওদের দলে ভালো মানের স্ট্রাইকার ও উইং হাফ রয়েছে। তবে আমাদের লক্ষ্য, গোলের সুযোগ কাজে লাগিয়ে তিন পয়েন্ট ঘরে তোলা।’