আজ সকালে নৈহাটির দেবক এলাকার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার অঞ্চলজুড়ে মৃদু ভূকম্পন অনুভূত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘরবাড়ি কেঁপে ওঠে। শুধু তাই নয়, গঙ্গার অন্য পারের হুগলির বাসিন্দারাও কেঁপে ওঠেন বিস্ফোরণে। চুঁচুড়ার প্রেমনগর, আখনবাজার-সহ একাধিক এলাকার মানুষ জানিয়েছেন, তাঁরাও কম্পন অনুভব করেছেন। আতঙ্কিত হয়ে পড়েন দু’পাড়ের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুনাফার লোভে বেআইনি ভাবে চালানো হচ্ছিল কারখানা। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে, ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। ঘটনার পরে মালিক নুর হুসেন পলাতক।
আজ সকালের এই বিস্ফোরণের জেরে উড়ে যায় বাড়ির ছাদ। বাড়িটিতে আগুন ধরে যায়। প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই পৌঁছেছে দমকল ও পুলিশ।
এখনও পর্যন্ত জানা গেছে, গুরুতর জখম হয়েছেন পাঁচ জন। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। হুগলির এক স্থানীয় বাসিন্দার কথায়, “দুপুর সাড়ে ১২টা নাগাদ পরপর তিনটে বড় বিস্ফোরণের শব্দ শুনলাম। প্রায় ১৫ মিনিট ধরে চলছিল বিস্ফোরণ। বাড়ি কেঁপে ওঠে, রাস্তায় বেরিয়ে আসি আমরা। পাড়ার সবাই আমাদের মতোই ঘরের বাইরে বেরিয়ে আসে”।