মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ এর ফলে শহরে কমল দুর্ঘটনার সংখ্যা। কলকাতা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ২০১৯ এ শহরে পথদুর্ঘটনায় আহত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
কলকাতা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬-য় শহরে পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৪০৭ জন। ২০১৭-তে ৩২৯ জন। ২০১৮-তে ২৯৪ জন এবং ২০১৯-এ এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ২৬৭-তে। বছরভর কলকাতা পুলিশের পক্ষ থেকে লাগাতার রাস্তায় রাস্তায় নাকা-তল্লাশি এবং পথ সচেতনতার প্রচার-কর্মসূচিতে আশাতীত ফল মিলেছে।
কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮-য় ৫০ জন হেলমেটহীন বাইকচালক পথদুর্ঘটনায় মারা গিয়েছিলেন বা আহত হয়েছিলেন। ২০১৯-এ সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ২০-তে। শহরের রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালানো সম্পূর্ণভাবে নির্মূল না হলেও আইন ভাঙার সার্বিক প্রবণতা তুলনামূলকভাবে অনেকটাই কমেছে।
শহরে পথদুর্ঘটনা কমাতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছিল। পুলিশের দাবি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে ট্রাফিক আইন ভঙ্গকারীদের উপর কড়া নজরদারি, অতিরিক্ত গতির জন্য সম্ভাব্য দুর্ঘটনা কমাতে সিসিটিভি এবং স্পিড ক্যামেরা বসানো হয়েছে।