সম্প্রতি জাতীয় অ্যাকাডেমির বিষয়ে বোর্ডের সাথে যে বৈঠক হয় তাতে মেডিক্যাল প্যানেল নিয়ে আলোচনা করা হয়। সেই বৈঠকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জাতীয় অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড় সহ বোর্ডের সব পদাধিকারী ছিলেন। সমালোচনায় জর্জরিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মেডিক্যাল প্যানেল বসানোর কথা ভাবা হচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ঢেলে সাজানোর পরিকল্পনায় সোশ্যাল মিডিয়া টিমও রাখার প্রস্তাব উঠেছে।
সম্প্রতি যশপ্রীত বুমরার চোট নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। জাতীয় অ্যাকাডেমিতে বুমরার ফিটনেস পরীক্ষা নিতে অস্বীকার করেন দ্রাবিড়। তাঁর যুক্তি ছিল, বুমরা চোটের পরে রিহ্যাব করাতে জাতীয় অ্যাকাডেমিতে যাননি। তা হলে তাঁর ফিট সার্টিফিকেট কী করে তাঁদের ফিজিওরা দেবেন? যদিও এ নিয়ে পাল্টা মতও রয়েছে। কারণ, একাধিক ভারতীয় ক্রিকেটার ভুল পদ্ধতির কারণে জাতীয় অ্যাকাডেমির ফিজিয়োর কাছে যেতে ভয় পাচ্ছেন।
জানা গেছে, বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের চোটের ক্ষেত্রে অ্যাকাডেমির ফিজিওর ব্যর্থতা প্রকট হয়েছে। সেই লম্বা তালিকায় ঋদ্ধিমান সাহা থেকে শুরু করে হার্দিক পাণ্ড্য, ক্রুনাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার— অনেকেই আছেন। ভুবনেশ্বর এখনও ভুগে চলেছেন। সম্ভবত সেই বিতর্কের কথা মাথায় রেখেই ভারতীয় বোর্ড এক জন কোনও ফিজিওর উপর ভরসা না রেখে মেডিক্যাল প্যানেল বসানোর কথা ভেবেছে।