এসেছে নতুন বছর। নতুন দশক। কিন্তু বছরের শুরুটা খুব একটা সুখকর হল না দেশের মানুষের কাছে। কারণ নতুন বছরের তৃতীয় দিনেই ফের দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। বর্তমানে দেশের অর্থনীতি বেশ জটিল এক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। এর প্রভাব পড়ছে পেট্রোল এবং ডিজেলের উপরেও। যার ফলে নতুন বছরেও এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সাধারণ মধ্যবিত্ত।
এই মুহূর্তে দিল্লী সহ সকল মেট্রো সিটি গুলোতে দাম বেড়েছে পেট্রোলের। চেন্নাইতে ৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৮.২৮ টাকা প্রতি লিটার।রাজধানীতে এই মুহূর্তে ১০ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৫.৩৫ টাকা প্রতি লিটার। এছাড়াও কলকাতাতে এই মুহূর্তে পেট্রোলের দাম ৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৭.৯৪ টাকা প্রতি লিটার। মুম্বইতেও ৭ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮০.৯৪ টাকা প্রতি লিটার।
দামের প্রভাব পড়েছে ডিজেলের উপরেও। এই মুহূর্তে ১৪ পয়সা দাম বেড়ে চেন্নাইতে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭২.১২ টাকা প্রতি লিটার। দিল্লীতে ১৫ পয়সা দাম বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৮.২৫ টাকা প্রতি লিটার। কলকাতাতে ১২ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭০.৬১ প্রতি লিটার। মুম্বইতে ১৩ পয়সা দাম বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭১.৫৬ টাকা প্রতি লিটার। বারবার এভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মানুষরা।