শীতের মাঝেই ফের বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর মুখভার করা আকাশ। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার পারদও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার এবং শনিবার দু’দিনই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয় ব্যাপ বৃষ্টি। বেলা বাড়লেও আকাশে রোদের দেখা নেই। সারাদিনই অন্ধকার পরিবেশ। দুপুর বাড়লে বৃষ্টি আরও বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও কার্যত মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি আগামী দু’দিন থাকবে। রাজ্যের কোথাও কোথাও শিলাবৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। বিশেষত পশ্চিম দিকে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের শনিবার সকাল পর্যন্ত চলবে বৃষ্টি। রবিবার থেকে পরিষ্কার আকাশ। নামবে পারদ। আগামী সপ্তাহের শুরুতেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার জন্য জলীয় বাষ্প বঙ্গোপসাগর হয়ে রাজ্যে ঢুকছে। যে কারণেই এই অকালীন বৃষ্টি। বৃহস্পতিবার রাতেই হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অন্যত্রও শুক্রবার হালকা ও মাঝারি বৃষ্টি হবে। তবে কলকাতায় মাঝারি বৃষ্টিপাতের কথাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
বাঁকুড়া-পুরুলিয়া, বর্ধমানের কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন রাজ্যের কৃষকরা। কারণ এই বৃষ্টিতে যাবতীয় শীতকালীন সবজি নষ্ট হতে পারে। মূলত মরসুমি ফুল এবং নতুন আলু চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। যার ফলে ফের হু-হু করে বাড়তে পারে আলুর বাজার মূল্য।