নাগরিকত্ব আইনের প্রতিবাদে নাকি সর্বাধিক হিংসা হয়েছে বাংলায়! দিলীপ-মুকুলদের এই দাবি কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন অমিত শাহ। উল্টে তাঁর দাবি, সবথেকে বেশি বিরোধ প্রদর্শন ও বিক্ষোভ আন্দোলন হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই। সিএএ নিয়ে দেশজুড়ে চলতে থাকা বিক্ষোভ সামলাতে যখন বিজেপির নাভিশ্বাস উঠছে, তখন এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বকলমে এটাও স্বীকার করেই নিলেন, যে বিজেপি শাসিত রাজ্যগুলি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামালাতে একেবারেই ব্যর্থ।
বিজেপির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অমিত শাহ অভিযোগ করেন, কংগ্রেস-সহ বাকি বিরোধীদের উস্কানির ফলেই নাগরিকসমাজের একাংশ বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছে। আর সেই কারণে যেসব রাজ্যে বিজেপির শাসন নেই, সেখানে হিংসার কোনও ঘটনা ঘটেনি। বেছে বেছে কেবল বিজেপি শাসিত রাজ্যেই হিংসা চলেছে। অর্থাৎ বাংলাকেও এই তালিকায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য এবং প্রশাসনকে কার্যত ‘ক্লিনচিট’ দিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিতের এই দাবির পাল্টা কংগ্রেসের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলার দায় বুঝি আমাদের!
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও অভিযোগ, বিশেষ বিশেষ কিছু জায়গায় হিংসা ছড়ানো হয়েছে। আর এর জবাবে পুলিশ যেভাবে পাল্টা হিংসা চালিয়েছে, সেই হিংসাকেও সমর্থন করেন অমিত। তাঁর দাবি, কেউ যদি বাসে আগুন লাগায় তখন পুলিশ চুপ করে বসে থাকতে পারে না। বিরোধীদের হাতে আর কোনও ইস্যু না থাকার কারণে তারা নাগরিকত্ব আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।