প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী ভীমচন্দ্র জানা। বর্ষীয়ান স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুতে শোকস্তব্ধ হাওড়ার শ্যামপুর এলাকা। শ্যামপুরের শশাটিতেই থাকতেন তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর। শ্যামপুরের প্রয়াত এই স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বহু মানুষ।
১৯৩০ সালে ১৭ বছর বয়স থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন ভীমচন্দ্র জানা। ইংরেজদের বিরুদ্ধে সরব হয়ে গণ আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। আন্দোলনের জেরে তিনবার জেল হয় তার৷
গত বছর ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শ্যামপুর থানার শশাটি গ্রামের ১০৬ বছর বয়সের বর্ষীয়ান স্বাধীনতা সংগ্রামী ভীমচন্দ্র জানাকে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, আবৃত্তি পরিবেশন এবং উত্তরীয় ও স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবং তাঁর হাত দিয়েই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।