বাংলার ক্রিকেট দলে যদি ব্যর্থতার তালিকা গঠন করা হয়, তবে বাংলার প্রাক্তন সহ-অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ের নাম সবার প্রথমে থাকবে। গত বছর রঞ্জি ট্রফিতে মাত্র একটি হাফসেঞ্চুরি। শেষ সাত ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ২৪। চলতি রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচেও ব্যাটে রান আসেনি। তাই সোমবার গুজরাতের বিরুদ্ধে ১৬ জনের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন বাংলার অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটসম্যান সুদীপ। তার পরিবর্তে নেওয়া হল অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক কাজি জুনেইদ সৈফিকে।
সুদীপকে বাদ দেওয়ার দিনই দলে ফেরানো হল না অশোক দিন্দাকে। শোনা যাচ্ছে, দলের অনেকেই দিন্দার আচরণে সন্তুষ্ট নন। সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলেছেন, ‘‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পরে নির্বাচকেরা আপাতত দিন্দাকে দলের বাইরে রাখার সিদ্ধান্তই নিয়েছেন।’’
সুদীপের পরিবর্তে যদিও বাংলা টিমের নতুন সহ-অধিনায়ক এখনও ঠিক হয়নি। কোচ অরুণ লালের বক্তব্য, ‘‘খুবই কঠিন সিদ্ধান্ত। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে একাধিক ম্যাচ বাঁচিয়েছে সুদীপ। কিন্তু ওর বর্তমান ফর্ম বিবেচনা করে দেখা হয়েছে। গুজরাতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা কী করে ফর্ম হারানো ক্রিকেটারকে দলে রাখি”!
সুদীপের পরিবর্ত হিসেবে বাংলা দলে সুযোগ পাওয়া
কাজি জুনেইদ সৈফি এখন দুরন্ত ছন্দে। অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-২৩ ওয়ান ডে-তে বাংলাকে ভারতসেরা করার কাণ্ডারি তিনিই। ১১টি ম্যাচে তাঁর রানসংখ্যা ৫০০। ১টি সেঞ্চুরি। তরুণ ব্যাটসম্যানের বক্তব্য, ‘‘সুদীপদার পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়ার চাপ তো থাকবেই। কিন্তু আমি তৈরি। সি কে নাইডু ট্রফির প্রথম দুই ম্যাচে রান পেয়ে আমি আত্মবিশ্বাসী। যে কোনও জায়গায় ব্যাট করতেও রাজি। সুযোগ পেলে নিজের সেরাটাই দেব।’’