শীতকালে বাংলা জুড়ে ফুলমেলা, গানমেলা, বইমেলা, মিষ্টি মেলা হয়। কিন্তু এই প্রথম বার কলকাতায় হতে চলেছে মন-মেলা। শুধু কলকাতায় প্রথম নয় দেশের মধ্যে প্রথম এই মন-মেলা। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি–র (আইওপি) উদ্যোগে এবং এসএসকেএমের আইপিজিএমইআর-এর উদ্যোগে কলকাতায় চারদিনব্যাপী চলবে এই মেলা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এর প্রস্তুতি।
মন ভালো রাখার, মন খারাপের কারণ খোঁজার,মানসিক যন্ত্রণা খুঁজে বের করা, সেখান থেকে কিভাবে স্বাভাবিক জীবনে ফেরানো যায় এসব নিয়েই চার দিন ধরে চলবে কাজকর্ম, কর্মশালা,আলোচনা, আইকিউ টেস্ট, কাউন্সেলিং ইত্যাদি। এই মেলার অন্যতম প্রধান উদ্যোক্তা আইওপি অধিকর্তা প্রদীপ সাহা জানান, নতুন বছরে ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চারদিন ধরে এই মেলা অনুষ্ঠিত হবে পিজি হাসপাতালের ভিতরে আইওপি চত্বরে।
প্রদীপ সাহা বলেন, “২০১৭-তে আরিজুয়ানাতে এ রকম অনুষ্ঠান হয়েছিল৷ ২০১৮তে ফ্লোরিডায় হয় এক দিনের এই মেলা। কলকাতাতে প্রথম চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান। এ সবের বাইরে সম্পূর্ণ ভিন্ন রকমের দৃষ্টিভঙ্গিতে মনের অন্দরের খোঁজ নিতে এবার দেশের প্রথম মানসিক স্বাস্থ্যমেলা দেখতে চলেছে শহরবাসী”।
সারা দেশ থেকে মানসিক রোগ বিশেষজ্ঞ, চিকিৎসাবিজ্ঞানীরা এই মেলায় হাজির থাকবেন। পাশাপাশি থাকবেন এখানকার বহু প্রাক্তন ছাত্র-ছাত্রীও। তাই আপনার মনের সমস্যা মেটাতে এখানে আসতেই পারেন।