গতকাল মেলবোর্নে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে নিজের নতুন ব্যাটে ঝড় তুলেছিলেন আফগান লেগস্পিনার রশিদ খান। পাঁচ নম্বরে নেমে ১৬ বলে তিনি করেন ২৫ রান। মারেন দুটো চার ও দুটো ছয়। ২০ ওভারে ছয় উইকেটে ১৫৬ তোলে অ্যাডিলেড। শেষ পর্যন্ত ১৮ রানে জেতে তাঁরা। এই জয়ের নেপথ্যে বল হাতেও তাঁর অবদান রয়েছে। মাত্র ১৫ রানের বিনিময়ে তিনি নেন দুই উইকেট। আট উইকেটে ১৭ রানে থামে মেলবোর্ন। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন রশিদ।
কিন্তু সবকিছুকে চাপিয়ে ক্রিকেটমহলে সাড়া ফেলেছে রশিদের এই ব্যাট। কারণ এই ব্যাটটির নয়া ডিজাইন। যার পিঠের দিক ঢেউখেলানো। আর তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই ব্যাটটির নাম দেওয়া হয়েছে ‘দ্য ক্যামেল’।
রশিদের ব্যাটের ছবি দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করেছে, ‘ওরা একে ‘দ্য ক্যামেল’ বলছে। রশিদ খানের ব্যাটে এই নয়া স্টাইল নিয়ে কী ভাবছেন?’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ এর পরই টুইট করে। মজার সুরে আইপিএল ২০২০-তে এই ব্যাট নিয়ে আসতে বলা হয় রশিদকে। কারণ, আইপিএলে সানরাইজার্সের হয়েই খেলেন রশিদ। জবাবে রশিদ টুইট করেন যে অবশ্যই তিনি আইপিএলে এই ব্যাটে খেলবেন।