মোদীর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের আইনজীবীরা। বৃহস্পতিবার বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা গুন্টুর জেলার নেলাপাদুতে আদালতের বাইরে একটি বিক্ষোভ সমাবেশ করেন।
আইন জীবীদের সাথে এদিন বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা নাগরিক স্বাধীনতা কমিটির সাধারণ সম্পাদক চিলুকা চন্দ্রশেখর এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব পিপলস আইনজীবীদের জাতীয় সম্পাদক ডি সুরেশ কুমার এবং রাজ্য আহ্বায়ক পি শ্রিনিবাস প্রমুখ।
হাই কোর্টের অ্যাডভোকেট নাম্বুরি শ্রীমনারায়ণ বলেন, সিএএ সংবিধান ও ধর্মনিরপেক্ষতার চেতনাবিরোধী এবং এটি সাম্প্রদায়িক আবেগকে আরও জাগিয়ে তুলবে। এদিনের মিছিলে ‘নো এনআরসি’ এবং ‘নো সিএএ’ স্লোগান দিয়ে তারা আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং কেন্দ্রীয় সরকারকে বিতর্কিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানান।