গোটা বছরের মতোই শেষটাও জয় দিয়েই হল লিভারপুলের। গতকাল ২০১৯ এর শেষ ম্যাচটাও জিতল য়ুর্গেন ক্লপের দল। তবে উলভসের বিরুদ্ধে জয়ের রাতে লিভারপুলের সঙ্গে যুক্ত হল ভিডিও প্রযুক্তি (ভার) বিতর্কও।
প্রথমার্ধের শেষে উলভসের ফের্নান্দো নেতোর গোল বাতিল হয় ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে। ধারাভাষ্যকারেরাও বুঝতে পারেননি, কেন গোল বাতিল করা হল। রিপ্লেতে দেখা যায়, অফসাইড লাইনের বাইরে শরীরের কোনও অংশই ছিল না নেতোর। এমনকি বুটের সুতোও লাইনের বাইরে দেখা যায়নি। প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার গ্যারি লিনেকার প্রথমে টুইট করেন, ‘অসাধারণ গোল। ১-১ হয়ে গেল।’ তার পরেই তিনি ফের টুইট করেন, ‘লাইন ও ডটগুলো ছাড়া কিছুই বাইরে নেই। শরীরের কোনও অঙ্গ তো একেবারেই না। হে ঈশ্বর, ফুটবলকে রক্ষা করো।’
এই ভিডিও প্রযুক্তির সিদ্ধান্তেই ৪২ মিনিটে সাদিয়ো মানের গোল বাতিল করা হয়েছিল। রেফারি ভেবেছিলেন বল হাতে লাগে অ্যাডাম লালানার। কিন্তু ভার-এর সাহায্যে দেখা যায় কাঁধের পাশে লেগেছে বল। ১-০ এগিয়ে যায় লিভারপুল। যা নিয়ে শুরু হয় বিতর্ক।
এদিকে ম্যাচের পরে সেই প্রসঙ্গে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফান ডাইক বলেছেন, ‘কী হয়েছে, বলতে পারব না। শুনছিলাম, বল নাকি লালানার হাতে লেগেছে। তবে ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আমরা জিতেছি।’ গোলদাতা সাদিয়ো মানে বলেছেন, ‘আমি কিন্তু একবারের জন্যও বিভ্রান্ত হইনি। জানতাম ওটা নিশ্চিত গোল। তবে এ-ও ঠিক, ভাগ্য আমাদের সঙ্গে ছিল।’