নাগরিকত্ব সংশোধনী আইনের সারা দেশজুড়ে চলছে বিক্ষোভ। সবচেয়ে বেশি আঁচ পড়েছে বিজেপিশাসিত আসাম, উত্তরপ্রদেশ এবং কর্নাটকে। তবে পাশাপাশি বিভিন্ন জায়গায় আবার এই আইনের সমর্থনেও মিছিল হয়েছে। কিন্তু এবার বিজেপিশাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে সিএএ-র সমর্থনে মিছিল করায় দায়ের হল মামলা।
শুক্রবার মোট ১২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে ১৪ জন পরিচিত এবং ১০৬ জন অপরিচিত। দেরাদুনের এসএসপি অরুন মোহন যোশী জানান, উত্তরাখণ্ড বিশ্বকর্মা শিল্পকার মঞ্চের তরফ থেকে এই মিছিলেন আয়োজন করা হয়েছিল। মিছিলে নেত্রী হিসেবে ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা রীনা গোয়েল। দেরাদুন পুরসভা থেকে জেলাশাসকের অফিস পর্যন্ত সেটি সংঘটিত হয়।
তাঁর কথায়, ‘যে সংস্থা এবং যাঁরা এই মিছিলের আয়োজন করেছিলেন, তাঁদের কাছে এর জন্য অনুমতি ছিল না। বেআইনি কাজ করার জন্যই এফআইআর দায়ের করা হয়েছে।’ জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ৪৫২, ১৪৩, ১৮৬, ৩৪১ এবং ১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ কিন্তু উলাট-পুরাণের গল্প।