বিহারে ট্রাক চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ করা হল মোট পাঁচ টন পেঁয়াজ। বিহারের মোহানিয়ায় ট্রাক থামিয়ে ৩.৫ লক্ষ টাকার পেঁয়াজ লুঠ করল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, ছ-জন সশস্ত্র দুষ্কৃতী এই ডাকাতির ঘটনায় জড়িত।
উত্তরপ্রদেশের কৌশাম্বির বাসিন্দা দেশ রাজ ট্রাক নিয়ে বিহারে এসেছিলেন। তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রাক লুঠ করে তাঁকে নিয়ে চার ঘণ্টা এদিক-ওদিক ঘোরে দুষ্কৃতীরা। তারপর শুনশান একটি জায়গায় তাঁকে নামিয়ে দিয়ে চলে যায়। অপরাধীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুরনো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ওপর বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। লুঠ করা হয় মোট ১০২ বস্তা ভর্তি পেঁয়াজ। এক একটি বস্তায় ৫০কেজি করে পেঁয়াজ ছিল। স্থানীয় বাজারে কেজি প্রতি ১০০-১২০ টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ।