কেন্দ্রের মোদী সরকারের জনবিরোধী আইন সিএএ নিয়ে প্রতিবাদ অব্যাহত। বাংলায় তো প্রতিবাদ চলছে, এর সঙ্গে দেশজুড়ে চলছে বিক্ষোভ। গতকালও আসু এবং এজেওয়াইসিপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এই বিক্ষোভের আবহেই ঘটল আরও এক নিন্দনীয় ঘটনা। সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ করায় চাকরি হারালেন এক স্কুল শিক্ষিকা।
জানা গেছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে শামিল হওয়ায় আসামের জোরহাট জেলার কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন স্কুলের এক শিক্ষিকা চাকরি হারালেন। এমনিতেই সিএএ-এনআরসি নিয়ে কেন্দ্রের ওপর ক্ষুব্ধ সাধারণ মানুষ তার ওপরে এই ঘটনা মানুষের অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে।
মহারাষ্ট্রেও এদিন এনআরসি, সিএএ এবং এনপিআর বিরোধী মিছিল হয়। মুম্বইয়ের মিছিলে জুবিন, মানস রবিনের মত বিশিষ্টরাও। মিছিলে ছিলেন কয়েক হাজার বিক্ষোভকারী।