এনআরসি ও সিএএ নিয়ে গোটা দেশে বিক্ষোভ বাড়ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর করেছেন। দেশের অন্য অংশেও চিত্রটা মোটামুটি এক। দেশবাসীর তুমুল আন্দোলনের জেরে কিছুটা পিছু হটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিয়েছেন, এনআরসি নিয়ে কোনও আলোচনাই এখনও হয়নি। আন্দোলন শান্ত করতে এটা যে মোদী–শাহের চাল তা বিলক্ষণ বুঝতে পেরেছেন প্রশান্ত কিশোর। তিনি বলে দিয়েছেন, এনআরসি–র কাজে সাময়িক বিরতি দিয়েছেন মাত্র মোদী–শাহ। পুরোপুরি বন্ধ করেননি।
বৃহস্পতিবার ফের একটি টুইট করেছেন প্রশান্ত কিশোর। সেখানে তিনি লিখেছেন, ‘গোটা দেশে আন্দোলন দেখে পিছু হটেছেন মোদী। এনআরসি নিয়ে কোনও আলোচনা না হওয়ার যে দাবি তুলেছেন মোদী তা ভুয়ো। এটা সাময়িক বিরতি। পুরোপুরি বন্ধ নয়। সিএএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট একবার সবুজ সঙ্কেত দিলেই এনআরসি করার জন্য ঝাঁপিয়ে পড়বে কেন্দ্রীয় সরকার।’
গত রবিবার দিল্লীতে মোদী বলেছেন, ‘আমি ১৩০ কোটি ভারতবাসীকে একটা কথাই বলতে চাই। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর একবারও এনআরসি প্রসঙ্গ আমরা তুলিনি। সুপ্রিম কোর্টের রায়ের পর একমাত্র আসামেই তা কার্যকর করা হয়েছে।’
এটা ঘটনা এনআরসি ও সিএএ নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন প্রশান্ত কিশোর। এনআরসি ও সিএএ বিরোধী একাধিক টুইট তিনি করেছেন। ফের মোদীকে বিঁধলেন প্রশান্ত কিশোর।