গত সোমবার সিএএ-এনআরসির প্রতিবাদে রাজঘাটে জমায়েত করেছিল কংগ্রেস। তার আগে এই সিএএ-এনআরসি নিয়ে রামলীলা ময়দান থেকে বিরোধীদের উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘দেশে কোনও ডিটেনশন সেন্টার নেই।’ মোদীর এই মন্তব্য নিয়েই এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন টুইট করে দেশের প্রধানমন্ত্রীকে ‘মিথ্যুক’ বলেও আক্রমণ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
প্রধানমন্ত্রীকে নিয়ে রাহুল গান্ধীর এই পোস্টের ভিত্তিতে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। টুইটার পোস্টে রাগাকে আক্রমণ করে গেরুয়া বাহিনীর আইটিসেলের এই নেতা বলেন, ‘প্রায়ই বিদেশে যান রাহুল গান্ধী। বৈধ ভিসা ছাড়া ওঁকে একবার বিদেশে থাকতে দিন। দেশে ফেরত আসার আগে তাঁকে কীভাবে ডিটেনশন সেন্টারে কাটাতে হবে, সেই অভিজ্ঞতা করুন। উনি তখন জানবেন, অন্য দেশে অবৈধ শরণার্থীদের কীভাবে সামলানো হয়।’
‘আরএসএস প্রধানমন্ত্রী গোটা ভারতকে মিথ্যা বলছেন।’ টুইটার পোস্টে প্রধানমন্ত্রীকে এভাবেই আক্রমণ করেছেন রাহুল। সঙ্গে পোস্ট করেছেন এক ভিডিও, যেখানে আসামের গোয়ালপাড়ায় ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে ডিটেনশন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ডিটেনশন সেন্টার নিয়ে প্রচারের জন্য ‘বিরোধী ও শহুরে নকশালদের’ দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী।