‘শপিং মলের ভেতরে বিজেপির সঙ্গে আঁতাত হয়ে গেল। আমরা জানতেও পারিনি।’ এই বলে হরিয়ানায় পদত্যাগ করলেন বিজেপির জোট শরিক দুষ্ম্যন্ত চৌতালার দল জননায়ক জনতা পার্টির নেতা রামকুমার গৌতম। তিনি বুধবার ইস্তফা দিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হিসাবে দুষ্মন্ত নিজে কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর পেয়েছেন। কিন্তু নিজের দলের বিধায়কদের কোনও পদ দেননি।
ইস্তফা দিয়ে ৭৩ বছর বয়সী রামকুমার গৌতম বলেন, ‘দুষ্মন্ত চৌতালার মনে রাখা উচিত, তিনি বিধায়কদের সাহায্যেই উপমুখ্যমন্ত্রী হতে পেরেছেন।’ গত অক্টোবরে হরিয়ানায় বিধানসভা ভোট হয়। কোনও দলই গরিষ্ঠতা পায়নি। ভোটে দুষ্মন্ত চৌতালার দল বিজেপির বিরুদ্ধে ব্যাপক প্রচার করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রামকুমার গৌতমের দাবি, ভোটের পর যে তাঁদের দল বিজেপির সঙ্গে আঁতাত করতে চলেছে, তা বিধায়করাও জানতেন না।
রামকুমার গৌতম সাংবাদিকদের বলেন, ‘আমরা শুনেছি, অ্যামবিয়েন্স মলের ভেতরে বসে বিজেপির সঙ্গে জোট হয়েছিল। এভাবে জোট করায় আমরা মোটেই খুশি হইনি।’ দুষ্মন্ত-র সমালোচনা করে তিনি বলেন, ‘উপমুখ্যমন্ত্রী একাই সবকটি গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন। বাকি বিধায়করা তাহলে কী করবেন? মানুষ কি তাঁদেরও ভোট দিয়ে নির্বাচিত করেনি? তিনি বলছেন, বাকি বিধায়কদের কোন পদ দেওয়া যায়, তা তিন মাসের মধ্যে পরীক্ষা করে দেখবেন? প্রশ্ন হল, তিনি পরীক্ষা করার কে?’
রামকুমার গৌতমের দাবি, ‘উপমুখ্যমন্ত্রী একা ১১ টি দফতর নিজের হাতে রেখেছেন। বাকি বিধায়কদের দেওয়া হয়েছে খুবই গুরুত্বহীন কয়েকটি দফতর।’এই প্রসঙ্গে দুষ্মন্ত চৌতালাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মিডিয়া মারফৎ রামচন্দ্র গৌতমের পদত্যাগের কথা জানতে পেরেছি। পরে তাঁর সঙ্গে কথা বলব।’