সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় হিন্দু এবং আরও নানা সম্প্রদায়ের মানুষই দেশ জুড়ে প্রতিবাদে নেমেছেন। এই লড়াইটা ভারত এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। বিষয়টাকে নিছক হিন্দু–মুসলমানের ইস্যু হিসেবে দেখলে শাসকদের অবশ্যই সুবিধে হয়। কিন্তু মানুষ এর তীব্র প্রতিবাদে পথে নেমেছেন। এবার এই ঘটনা নিয়ে ভারতবাসীকে আগাম সতর্ক করে দিলেন প্রবীণ ইতিহাসবিদ ইরফান হাবিব। তিনি বলেন, “দেশ জুড়ে যে অসন্তোষ ও আন্দোলন চলছে, তাকে ‘মুসলিম তাণ্ডব’ বলে দেখা ঠিক নয়। এতে ‘আধুনিক রাষ্ট্র হিসেবে ভারতের ধারণাটি’ই আহত হয়”।
ভারতের আজ যা পরিস্থিতি, মোদী দেশে যে স্বৈরতন্ত্রের নিদর্শন রাখছেন, তাতে হাবিবের মনে হচ্ছে, তা স্বাধীনতা–পরবর্তী সময়ে পাকিস্তানি শাসক শ্রেণির আচরণের প্রতিরূপ। হাবিবের বক্তব্য, “মুসলিমদের মনে একটা ক্ষোভ আসলে বেশ কিছুদিন ধরেই জমে উঠছিল। এখন একের পর এক আইন প্রণয়ন বা প্রশাসনিক পদক্ষেপে তাঁদের মনে হচ্ছে, হিন্দুরাষ্ট্রের কারবারটা এবার খুবই গুরুতর হয়ে উঠেছে”। তিনি আরও বলেন, জওহরলাল নেহরুর মতো খোলা মনের উদারতাবাদী নেতারা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, তার ভিত মানবতাবাদ, বহুত্ববাদী সমাজ। সেই ধারণাটাই ভারতকে মহান করেছিল। কিন্তু ৮৮ বছর বয়সি ইতিহাসবিদের আক্ষেপ, আজ তা বিপন্ন।
দেশের নানা স্থানে, বিশ্ববিদ্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর উত্তরপ্রদেশ পুলিশের হামলা নিয়েও চিন্তিত তিনি।