নতুন বছরের শুরুতেই জাতীয় দলে কামব্যাক করছেন বিরাট কোহলির সেরা অস্ত্র জসপ্রীত বুমরা। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন বুমরা। তার আগে নিজেকে ছন্দে ফেরাতে রঞ্জি ট্রফিতে গুজরাতের হয়ে মাঠে নামবেন তিনি। বুধবার থেকে সুরাতে কেরলের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ভারতীয় পেসারের।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পরে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন বুমরা। ‘স্ট্রেস ফ্র্যাকচার’-এ কাবু হয়ে পড়েছিলেন। কবে সেরে উঠবেন, সে বিষয়ে নিশ্চয়তা ছিল না। সময় অনুযায়ী দ্রুত সুস্থ হওয়ায় ফের মাঠে নামতে দেখা যাবে তাঁকে। বুমরার ম্যাচ দেখতে সুরাত উড়ে যাচ্ছেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। সামনে থেকে দেখে নিতে চান, কেমন বল করছেন তাঁর দলের মূল পেসার।
এদিকে হাঁটুতে চোট পেয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শিখর। হাঁটুতে পঁচিশটি সেলাই পড়ে। দ্রুত সুস্থ হওয়ায় রঞ্জি খেলেই প্রস্তুতি নিতে হবে ভারতীয় ওপেনারকে। শ্রীলঙ্কা সিরিজের আগে তাঁকে তরতাজা চায় দল। সামনে যদিও কোনও টেস্ট সিরিজ নেই। তাই দিল্লীর হয়ে রঞ্জিতে নামছেন তিনিও। ভারতীয় দলে কামব্যাক করার জন্য রঞ্জি ট্রফিকেই পাখির চোখ করছেন ইন্ডিয়া টিমের ওপেনার।